প্রচ্ছদ

মোগলাবাজারে গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে উঠান বৈঠক

০৮ ডিসেম্বর ২০২১, ০৯:৫৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

মোগলাবাজারে গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে উঠান বৈঠকে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেছেন, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলাসংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্যআপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদেক্ষমতায়ন শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুাবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করছে।

তিনি জানান, মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে অথ্যআপার সেবাসমূহের মধ্যে রয়েছেতথ্য প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান, চাকরির আবেদনপত্র পূরণ, ভর্তি পরীক্ষার ফরম পূরণ, বিভিন্ন পরীক্ষার ফলাফল, মেইলে, ম্যাসেঞ্জার, স্কাইপির সাহায্যেযোগাযোগ; কৃষি, শিক্ষা, ব্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ প্রদান; আইনী সহায়তার পরামর্শ প্রদান, মহিলাদের ডায়াবেটিকসপরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, তাপমাত্রা, ওজন মাপা; গ্রামীণ নারীদের উৎপাতি সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য লালুসবুজ ডটকমমার্কেটপ্লেস পরিচালনা করে ইত্যাদি।

তিনি বলেন, সেবাসমূহ বিনামূল্যে তথ্যকেন্দ্র হতে, ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান বৈঠকের মাধ্যমে প্রদান করা হচ্ছে। তিনিবলেন, সরকার নারী নির্যাতন প্রতিরোধে কঠোর অবস্থানে আছে। নারীরা সচেতন থাকলে সমাজ থেকে নারী নির্যাতন নির্মূলকরা সম্ভব।

উপজেলা নির্বাহী অফিসার আজ মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের হরগৌরী গ্রামেউপজেলা তথ্যকেন্দ্র অফিসের উদ্যোগে তথ্যআপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেমহিলাদে ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রধান অতিথিমহিলাদের বাড়ির আঙ্গীনায় শাকসবজি চাষ করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হওয়ার আহবান জানান।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা বদরুননাহার বিউটির সভাপতিত্বে তথ্যসেবা সহকারী ডলি বেগম এর পরিচালনায় অনুষ্ঠানেবক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যকেন্দ্রের অফিসসহায়ক মনির হোসাইন। উঠান বৈঠকে বিপুল সংখ্যক বিভিন্ন বয়সী মহিলার অংশ গ্রহণ করেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার