দক্ষিণ এশিয়া গেমসে বাংলাদেশের জন্যে প্রথম সোনা এনে দিয়েছেন মাবিয়া আক্তার সীমান্ত
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪৪
৭ ফেব্রুয়ারি ২০১৬: দক্ষিণ এশীয় গেমসে বাংলাদেশের জন্যে প্রথম সোনার পদক এনে দিলেন মাবিয়া আক্তার সীমান্ত।
এবারের আসরের তৃতীয় দিনে ভারোত্তোলনেই এসেছে এই সোনার পদক।
ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠানরত এসএ গেমসে মেয়েদের ৬৩ কেজি ওজনের শ্রেণিতে সোনা জিতেছেন মিস আক্তার। হারিয়েছেন শ্রীলঙ্কা ও নেপালের প্রতিযোগীকে।
মেয়েদের ৫৮ কেজি ওজনের শ্রেণিতে রুপা জিতেছেন ফুলপতি চাকমা।
এনিয়ে মোট দুটো রুপা এলো বাংলাদেশের ঘরে।
গতকাল রুপা জিতেছিলেন রুপা আক্তার, কুস্তিতে।
রোববার পর্যন্ত পদক তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। পেয়েছে মোট ১৪টি পদক- ১টি সোনা, ২টি রুপা এবং ১১টি ব্রোঞ্জ।
২০টি সোনা নিয়ে তালিকার শীর্ষে ভারত।
বাংলাদেশ, ভারত ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, ভুটান ও মালদ্বীপ।