প্রচ্ছদ

শাল্লায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

১৪ জুলাই ২০২৪, ২২:০০

ফেঞ্চুগঞ্জ সমাচার

 সুনামগঞ্জের শাল্লায় বর্ষার পানিতে ডুবে মাহমুদুল হাসান (৪) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সে উপজেলার আটগাঁও ইউনিয়নের মাহমুদনগর গ্রামের আব্দুল আলীর ছেলে।

এব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পানিতে ডুবে মৃত শিশু মাহমুদুল হাসানের পিতার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিত শিশুর মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ জুলাই (রবিবার) বেলা আনুমানিক ২ টার দিকে শিশু মাহমুদুল হাসানকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন সহ গ্রামবাসী খোঁজতে থাকেন। পাশের বাড়ির কয়েকজন লোক বর্ষার পানিতে গোসল করতে নামলে একজনের পায়ে কি জানি লেগেছে। তাই পানির নিচ থেকে উঠানোর পর দেখতে পান শিশু মাহমুদুল। এ সময় তাদের চিৎকারে শিশুর বাবা-মা সহ গ্রামের লোকজন তাকে দ্রুত নৌকা যোগে শাল্লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমন আহমেদ শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার