ছাতক ও দোয়ারাবাজারে বিভিন্ন পুজামন্ডব পরিদর্শনে মিজান চৌধুরী
১৩ অক্টোবর ২০২৪, ২২:৪০
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসাম্প্রদায়িক চেতনার রাজনীতিতে বিশ্বাস করেন। তাদের নির্দেশনা অনুযায়ী আমরা বিএনপির নেতাকর্মীরা শারদীয় উৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে কাজ করে যাচ্ছি।
ছাত্র-জনতার বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বিদেশে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেই দিকে সকলর দৃষ্টি রাখতে হবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ ও সম্প্রীতির রাজনীতির মাধ্যমে আমরা সকলের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। বিএনপি সব ধর্মের মানুষের ওপর সমান শ্রদ্ধা প্রদর্শন করে।
বিএনপি যখনই ক্ষমতায় ছিল, তখনই দেশের সকল ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিতে তাদের উৎসব পালন করতে পেরেছে। আমাদের সকল ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর দেশ গড়ে তুলতে হবে।
তিনি শনিবার দিনভর ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে পৃথক মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ছাতকে পুজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমদ ও যুগ্ম আহ্বায়ক কবিরুল হাসান আঙ্গুর প্রমূখ।
দোয়ারাবাজারে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ চেয়ারম্যান, উপজেলা যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, আবুহেনা আজিজ সাবেক চেয়ারম্যান, সদস্য শামছুল ইসলাম, এইচ এম কামাল, জাকির হোসেন, আব্দুল হক, তাইবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ মেম্বার, সদর ইউনিয়ন বিএনপি নেতা মামুন মিয়া মেম্বার প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন