মিরাজের কথা রাখলেন প্রধানমন্ত্রী
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৫
০৯ ফেব্রুয়ারী ২০১৬ঃ যুব বিশ্বকাপে বেশ দাপট দেখিয়ে সেমিফাইনালে উঠেছে মিরাজ বাহিনী। তাই টাইগারদের সেই সেমিফাইনা খেলা দেখতে মাঠে আসতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু মিরাজের অনুরোধে মাঠে এসে সেমিফাইনাল খেলা দেখা হলো না প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
আসলে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালের ট্রফি দিতে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) সভাপতি জহির আব্বাস। একই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও উপস্থিত থাকার কথা রয়েছে।
গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আইসিসি সভাপতি জহির আব্বাস ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী মঞ্চে থাকবেন। নিয়মানুযায়ী তিনি চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেবেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন ফাইনাল ম্যাচে। কিন্তু সেমিফাইনালের দিনই আসতে চেয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু মেহেদি হাসান মিরাজের দল প্রধানমন্ত্রীকে ফাইনাল ম্যাচের দিন মাঠে চাইছে।
তাই পরিবর্তন করে তাকে ফাইনালে আসার অনুরোধ করা হলে অনুরোধ রেখেছেন তিনি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন