প্রচ্ছদ

গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি : ২৫ লাখ টাকার মালামাল লুট

১৩ জানুয়ারি ২০১৬, ২৩:১৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

images-9গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান নছিরুল হক শাহিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি।
জানা গেছে, গত মঙ্গলবার রাত দু’টার দিকে শাহিনের ফুলসাইন্দস্থ বাড়িতে ১০/১২ জনের ডাকাতদল হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এরপর তাদের সবার মোবাইল ফোন নিজেদের জিম্মায় নিয়ে লুটপাট শুরু করে। ডাকাতরা নির্বিঘেœ দেশি বিদেশি টাকা, স্বর্ণালংকার মুল্যবান জিনিসপত্রসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার